জাবি শিক্ষক হিমেল বরকত এর ইন্তেকাল

হিমেল বরকত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত মারা গেছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক।

তিনি জানান, গতকাল অনলাইনে ক্লাস নেয়ার সময় বেলা ১১টার দিকে তার হার্ট অ্যাটাক হলে ভর্তি করা হয় বারডেমে। পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৪২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাগেরহাটের মোংলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হিমেল বরকত ছিলেন কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ছোটভাই।

You cannot copy content of this page