হল না খোলার শর্তে চলমান ফাইনাল পরীক্ষা হবে ঢাবিতে

হলে না থাকার শর্তে শিক্ষার্থীরা চাইলে চলমান ফাইনাল পরীক্ষা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ১৭ মে হল খোলার দুই সপ্তাহ পর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

পরে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা প্রসঙ্গে বলেন, এই ৭ কলেজের সব পরীক্ষা স্থগিত থাকবে।

করোনার টিকা প্রসঙ্গে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাদের টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে হল খোলার এক মাস আগেই শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সরকারকে নিশ্চিত করতে হবে।

নিজ ব্যবস্থাপনায় নেয়া বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ চলমান থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার আগে নতুন করে কোনো পরীক্ষা নেয়া যাবে না বলে জানান তারা।

করোনার কারণে প্রায় ১১ মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

You cannot copy content of this page