অনলাইন শিক্ষার নতুন যুগে ঢাবি

Du Online Class

অবশেষে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষাদানের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

লকডাউনের ফলে প্রায় ৩ মাসেরও অধিক সময় ধরে দেশের সকল সরকারী স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাকার্যক্রম স্থগিত রয়েছে।
সময়ের এই অপূরণীয় ক্ষতি সামলাতে ইতোমধ্যেই বহু প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষাকার্যক্রম শুরু করেছে।

প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ধনী-গরীব,উচ্চবিত্ত-নিম্নবিত্ত হরেক রকম ছাত্র-ছাত্রীদের আনাগোনা সেহেতু অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে সর্বদাই ঢাবিকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হয়েছে।

করোনার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতিসাধনের পাশাপাশি সেশনজটের একটি আশংকা দেখা দিচ্ছে। এ কারণে ঢাবি কর্তৃপক্ষ সকল ডিপার্টমেন্টের জন্য অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাবির এক ভার্চুয়াল সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১লা জুলাই সীমিত আকারে কয়েকটি বিভাগের ক্লাস শুরু হবে। তবে ৭ই জুলাইয়ের মধ্যে সকল বিভাগের ক্লাস শুরু করবে বলে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, নবনিযুক্ত প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।

তবে এই সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হবে সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

 

You cannot copy content of this page