ক্যারিয়ারের জন্য সেরা ১০ টি প্লাটফর্ম

ক্যারিয়ার!!!

এ শব্দটি আমাদের জীবনে বার বার শুনতে হয়। সত্যি কথা বলতে আমরা ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে যেটা সবচেয়ে বড় দরকার ছিলো।

ক্যারিয়ার একটি তাৎপর্যপূর্ন শব্দ। এর সাথে জীবনের চাবিকাঠী লুকিয়ে রয়েছে। অনেকের সপ্নকে ক্যারিয়ার হিসেবে পেয়ে যায়। এ যেনো আকাশের চাঁদ হাতে পাওয়া ।

আবার ক্যারিয়ারকেই স্বপ্ন বানিয়ে নিতে হয়।
ভালো হয় সেই ক্যারিয়ারের জন্য যদি শুরু থেকে টুকটাক নিজেকে এগিয়ে রাখা যায়। যেমন একটা বলা হয়ে থাকে –

“সাধারনত মানুষের জীবনে ক্যারিয়ার বা লক্ষ্য ঠিক করতে নাকি ৪০ বছর লেগে যায়। আপনি যদি ২০ বছরেই সেটা পারেন তাহলে আপনার জীবনে ২০ টি বছর এগিয়ে গেলেন”

নিজেকে ক্যারিয়ারের দিকে এগিয়ে রাখার জন্য বিশ্ব সেরা ১০ টি প্লাটফর্ম নিচে দেওয়া হলো। যা আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। সঠিক প্রচেষ্টা ও পরিশ্রম থাকলে নিজের লক্ষ্যে হাতছানি দেওয়ার সুযেগ রয়েছে।

 

You cannot copy content of this page