দেখতে দেখতে 2024 সালের অর্ধেক চলে গেল। মনে করিয়ে দেই 10 টি পাওয়ারফুল আইডিয়া যা 2024 কে আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ বছরে রুপান্তর করবে –
1. আপনার ক্যারিয়ারকে স্ট্রেইট লাইন চিন্তা না করে Non-linear হিসেবে চিন্তা করুন। নতুন জব রোল বা ভিন্ন চাকরী, চাকরী ছেড়ে হায়ার স্টাডি, ক্যারিয়ার সুইচ, দেশের বাইরে মুভ আউট করা ইত্যাদি অপশনগুলোকে কনসিডার করুন। ঠান্ডা মাথায় ভেবে ক্যালকুলেটেড রিস্ক নিন।
2. নিজেকে একজন Expert-Generalist হিসেবে তৈরি করুন। অর্থাৎ বাছাইকৃৎ 2-3 টি এরিয়াতে নিজেকে সেরা (expert) হিসেবে গড়ে তুলুন, এবং অসংখ্য বিষয় সম্পর্কে অল্প অল্প করে জ্ঞান অর্জন করুন (generalist)।
3. এই অনিশ্চিত দুনিয়াতে সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড করাটা অত্যন্ত রিস্কি। আপনার অভিজ্ঞতা, স্পেশাল স্কিল এগুলোকে কাজে লাগিয়ে Multiple Income Stream তৈরি করুন।
4. আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য Rare and Valuable Skill আইডেন্টিফাই করুন। এরপর সপ্তাহে নূন্যতম পাঁচ ঘন্টা সেই স্কিলগুলো ডেভেলপ করতে ইফোর্ট দিন। নিজের কমিউনিকেশন স্কিল এবং টেকনোলোজি স্কিলকে আরো ডেভেলপ করার পিছনে বাড়তি মনোযোগ দিন।
5. আপনার ইনকামের মিনিমাম 5% সেলফ ডেভেলপমেন্ট এর পিছনে ইনভেস্ট করুন। ভাল কোন বই কিনতে কখনো দ্বিতীয়বার চিন্তা করবেন না। একই ভাবে কোয়ালিটি লার্নিং (অনলাইন কোর্স, ট্রেইনিং, হায়ার ডিগ্রি) এর পিছনে নির্দ্বিধায় ইনভেস্ট করুন।
6. আপনার মিডিয়া consumption কে অডিট করুন। আপনার নিয়ন্ত্রণ নেই এরকম ডিপ্রেসিং নিউজ পড়া বাদ দিন। মিনিংলেস গার্বেজ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পরিহার করুন। শুধুমাত্র আপনার ক্যারিয়ার এবং হ্যাপিনেসের জন্য হেল্পফুল এরকম সোর্সগুলোকে ফলো করুন। Remember, your input determines your output.
7. আপনার প্রফেশনাল রিলেশনশীপগুলোকে রিভিউ করুন। অতীতের টক্সিক, আনপ্রোডাক্টিভ সঙ্গ পরিত্যাগ করে শক্তিশালী নেটওয়ার্ক, ভ্যালুয়েবল কানেকশন, হাই ইম্প্যাক্ট রিলেশনশীপ এবং পারসোনাল ব্র্যান্ড তৈরিতে ফোকাস করুন।
8. নতুন কিছু ট্রাই করুন। একটা side hustle গড়ে তুলুন, কোন ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করুন, প্যাশনেট কোন প্রজেক্ট হাতে নিন।
9. ইন্টারনেটকে একটা অসম্ভব শক্তিশালী টুল হিসেবে চিন্তা করুন। শুধুমাত্র এন্টারটেইনের জন্য ইন্টারনেট ব্যবহার না করে আইডিয়া জেনারেশন, এক্সিকিউশন, স্কিল ডেভেলপমেন্ট, লার্নিং, অপরচ্যুনিটি সার্চ ইত্যাদির জন্য কাজে লাগান। ইন্টারনেটকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি ক্যারিয়ারে 10x গ্রোথ নিয়ে আসতে পারবেন।
10. সর্বশেষে, অবশ্যই অবশ্যই পুরো বছরের জন্য সুনির্দিষ্ট গোল সেট করুন এবং একটু সময় নিয়ে পরিকল্পনা করুন। প্রয়োজনে একটা দিন অন্য সবকিছু বন্ধ রেখে এই কাজটা করুন। দেখবেন বাইরে থেকে কাউকে আপনাকে মোটিভেশন দিতে হচ্ছে না, সামনের প্রতিটা দিন আপনি নিজেই আনন্দ নিয়ে আপনার লক্ষ্যের পৌছানোর জন্য কাজ করে যাচ্ছেন।
2024 সাল শুরু হয়ে চোখের পলকে ছয় মাস চলে গিয়েছে, উপরের আইডিয়াগুলো কাজে লাগিয়ে এই বছরটিকে আপনার ক্যারিয়ার গ্রোথের শ্রেষ্ঠ বছরে রুপান্তর করুন।
উপরের কোন আইডিয়াগুলো সবচেয়ে ইফেক্টিভ বলে আপনার কাছে মনে হয়েছে? আপনি এগুলোর সাথে কি আইডিয়া এড করতে চান? কমেন্টে জানান…
Author: Country Lead of Business Services at CodeCrafters International Ltd.
Founder and Executive Consultant at Idean Consulting


