আসামের মাদ্রাসাগুলোকে স্কুলে রুপান্তরের সিদ্ধান্ত

আসাম ম্যাপ

ভারতের আসামে সরকার পরিচালিত সব মাদ্রাসা ও সংস্কৃত স্কুল (টোল) বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার।

আসাম সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারির এ খবর জানিয়েছেন।

মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি বলেন, রাজ্যের বিধানসভায় আসন্ন শীতকালীন অধিবেশন চলাকালে এ সংক্রান্ত একটি বিল উপস্থাপন করা হবে।

‘মাদ্রাসা ও সংস্কৃত স্কুল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে। বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল পেশ করা হবে, রোববার তিনি আসামের রাজধানী গৌহাটিতে সাংবাদিকদের বলেন।

আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদ্রাসা ও সংস্কৃত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা অক্টোবরে জানিয়েছিলেন, রাজ্যে মোট ৬১০টি সরকার পরিচালিত মাদ্রাসা আছে এবং সরকার এসব প্রতিষ্ঠানের জন্য বছরে ২০০ কোটি রুপি ব্যয় করে।

এসব মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হবে এবং শিক্ষার্থীদের সেখানে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নতুন করে ভর্তি করা হবে বলে তিনি জানিয়েছিলেন।

এছাড়া, সংস্কৃত স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদ শিক্ষা ও গবেষণার কেন্দ্রে রূপান্তর করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

You cannot copy content of this page