শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সুবিধা দিতে softloan সুবিধা কার্যকর করলো চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়-চুয়েটের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রণীত softloan প্রদানের নীতিমালা দেয়া হয়েছে।
এই নীতিমালা অনুযায়ী প্রাপ্ত অর্থ থেকে শিক্ষার্থীরা তাদের অনলাইন ক্লাসে ব্যবহারের জন্য একটি smartphone কেনায় ব্যয় করতে পারবে।
নীতিমালায় আরো বলা হয় যে, কেবল যারা আবেদন করেছিল তারাই যেন লোন পেয়ে থাকে তা বিশ্ববিদ্যালয় কর্তৃক যাচাইকরন হবে। তাছাড়াও, লোন গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদেরকে softloan এর ভাউচারটি আগামী ১০ ফেব্রুযারী,২০২১ এর মধ্যেই সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিতে হবে।
উল্লেখ্য, লোন গ্রহনে আগ্রহী প্রতিটি শিক্ষার্থীকে অনধিক ৮০০০/- টাকা সুদ বিহীন দেয়ার ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঋণ আদায়ের ব্যাপারে বলা হয়,শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করবে।
আগামী ০৭ই ডিসেম্বর,২০২০ এর মধ্যেই শিক্ষার্থীরা যেন তাদের লোনের ব্যাপারে নিজ নিজ বিভাগে যোগাযোগ করে তার জন্যও নির্দেশনা দেয়া হয়।

You cannot copy content of this page