অনলাইনে নয়,অফলাইনে পরীক্ষা হবে

নভেল করোনা ভাইরাসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি প্রক্রিয়া অনলাইনে কার্যকর করার জন্য বৈঠক করছে। আবার কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার তো গোল টেবিলে বসেছে।
কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে ব্যতিক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে তারা গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করবেনা এবং ভর্তি পরীক্ষা হবে অফলাইনে অর্থাৎ স্ব-শরীরে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।

আজ মঙ্গলবার ঢাবির ডিনস কমিটির বৈঠকে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কিছু যথোপযোগী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১। ঢাবিতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।
২। অনলাইনে নয়,অফলাইনে পরীক্ষা হবে।
৩। এইচ.এস.সি রেজাল্টের সাথে সাথেই পরীক্ষা নেয়া হবে। ডিসেম্বর বা জানুয়ারীতে হওয়ার সম্ভাবনা বেশি।
৪। শিক্ষার্থীদের ঢাকায় আসতে হবেনা,নিজ নিজ বিভাগেই পরীক্ষা দিতে পারবে।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করবেনা।

এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে।

You cannot copy content of this page