বে আইনি মুভমেন্ট পাস ব্যবস্থা বন্ধ করা হোক

মুভমেন্ট পাস পুলিশ

মুভমেন্ট পাস জিনিষটা পুলিশ কপি করেছে ভারত থেকে।

জরুরি প্রয়োজনে বাইরে গেলে মুভমেন্ট পাস নেয়ার নিয়ম করেছে পুলিশ।

আবেদন পদ্ধতিতে ঢুকলে সেখানে এমন কোনো উপায় নেই, যা যাচাই করে দিবে আপনি যেকারণে আবেদন করছেন তা যথার্থ। মানে আপনার ইচ্ছা হলেই একটা পাস বের করে নিতে পারবেন।

অন্যদিকে সরকার লক ডাউনের যে বিধি নিষেধ দিয়েছে সেখানে কোথাও বলা হয়নি কাউকে বাইরে যেতে পাস নিতে হবে। সেখানে কয়েকটা ক্যাটাগরি ভিত্তিতে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

সেগুলো যাচাই এবং বোঝা যাবে কিভাবে?
পেশার ক্ষেত্রে অফিস আইডি কার্ড দেখালেই হয়। এর বাইরে ঔষধ কিনতে গেলে প্রেস্ক্রিপশন, টিকা নিতে গেলে টিকা কার্ড।

অর্থাৎ আলাদাভাবে ওয়েবসাইটে ঢুকে আবেদন করে পাস বের করাটা অপ্রয়োজনীয়।

অন্যদিকে জন নিরাপত্তা আইনের কোথাও বলা নেই বিশেষ প্রয়োজনে বাইরে যেতে পুলিশ থেকে পাস নিতে হবে।
অর্থাৎ মুভমেন্ট পাস ব্যাপারটাই বে আইনি।

এম্নিতেই দেশের প্রযুক্তি জ্ঞান খারাপ, ইন্টারনেট স্লো, সেখানে যে কাজ আইডি কার্ড দিয়ে হয় সেটার উপর চাপিয়ে দেয়া হয়েছে মুভমেন্ট পাস নামক বে আইনি ঝামেলা। যা নিছক নাগরিকদের ভোগান্তি বাড়ানো ছাড়া আরকিছু না।

অতিদ্রুত মুভমেন্ট পাস নেয়ার এই পুলিশি আইন নিষিদ্ধ করা হোক। নাগরিকদের যাতায়াত যাচাই করার জন্য তাদের অফিসিয়াল আইডি কার্ডই যথেষ্ট।