ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাবনা

ফরিদপুর মেডিকেল কলেজ

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) ও হাসপাতালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায়।

রোববার দুপুরে ফমেক ও হাসপাতালের একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের পর ফমেক ছাত্রলীগ নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে ফমেকের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, আজকের (রোববার) একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে বঙ্গবন্ধুর নামে নামকরণ করার।

ফরিদপুর মেডিকেল কলেজ। ছবি- কবিদ ওয়াসিম

আগামী দুই-একদিনের মধ্যে এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা আশা করছি আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ফমেক ও হাসপাতালের জন্মদিবসে এটির নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল করার ঘোষণা আশা করছি। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন।

সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।