একজন ইঞ্জিনিয়ারের “মুভমেন্ট পাস” অভিজ্ঞতা

মুভমেন্ট পাস পুলিশ

“গতকাল ১৩২কেভি লাইন পরিদর্শনে যাচ্ছিলাম। পথিমধ্যে পুলিশ থামিয়ে মুভমেন্ট পাস দেখতে চাইলো।
আমি পিজিসিবির আইডি কার্ড দেখালাম।

পুলিশ দেখে বললো, ” স্যার বললেইতো হতো। আপনি পাওয়ার হাউজের ইঞ্জিনিয়ার!!!!! আপনার তো মুভমেন্ট পাস লাগবে না”

আমি স্যালুট আর হাসিমুখে ধন্যবাদ দিয়ে চলে গেলাম।

বিঃদ্রঃ আইডি কার্ড না দেখিয়ে যদি গরম হয়ে বলতাম, ওই ব্যাটা তুই কি জানোস না জরুরি বিদ্যুতের লোকদের মুভমেন্ট পাস লাগে না!! তাহলে নিশ্চয়ই সম্মান পাওয়া তো দূরে থাক, বেইজ্জতি হতে হতো।

সম্মান ও ভদ্র ব্যবহার দিলে সম্মান ও ভদ্র ব্যাবহার পাওয়া যায়।

যার পজিশন যত ওপরে তার তত বেশি বিনয়ী হওয়া উচিত। পজিশন উপরে হোক নিচে হোক সবারই নিজ নিজ সম্মানের জায়গা আছে। কাউকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়।

করোনা মহামারিতে আল্লাহ্ সবাইকে হেফাজত করুক। আমিন।

লেখকঃ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজিম উদ্দিন
১৮ এপ্রিল