তিন মিনিটের বড় বোন

M.F. Jakia Sultana Tisha M.F. Jobaida Sultana Toma DMC K-72

তমা আমার চাইতে তিন মিনিটের বড়। তারপরও বাবা মা আমাকে বলে ওকে আপু ডাকতে। কিন্তু মাত্র তিন মিনিটের “দিদিগিরি” তমাকে কখনই দেখাতে দেইনি।

“তুই” বলেই চালিয়ে আসছি।
মেডিকেলে আসার পেছনে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের বড় বোন, উনি এখন ময়মনসিংহ মেডিকেলে।

ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করতাম, ভর্তি পরীক্ষার সময়ও তার ব্যতিক্রম ঘটেনি। তবে ভর্তি পরীক্ষায় ষষ্ঠ ও পনেরতম হওয়া, এটা অনেক বড় অবাক কাণ্ড ছিল।
যদিও আমাদের চেহারা প্রায় এক, অনেক সময়েই মানুষ তা বুঝতে পারেনা। আগে থেকে না জানলে প্রায়ই মানুষের ভুল হয়।

কিন্তু যখন জানিয়ে দেয় যে আমরা যমজ, তখনি তালগোল পাকিয়ে ফেলে। আইটেমের সময় অনেক শুনেছি জে-“আরে তুমি না কেবল আইটেম দিয়ে গেলে?” বা হাসপাতালের ওয়ার্ডে- “কি ব্যাপার বাইরে দাঁড়িয়ে আছো কেন?

ভেতরে যাও।”
যমজ হবার সবচেয়ে বড় পাওয়া এমন একজন তোমার সাথে আছে যাকে তুমি যেকোনও সময় যেকোনও কিছু বিশ্বাস করে বলতে পারো।

আর যেই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে তা হল- সবাই দুইজনের কাছ থেকে একি ফলাফল আশা করে যা মাঝেমাঝে বোঝা হয়ে দাঁড়ায়।
কিন্তু তারপরেও, এমবিবিএসের এই বন্ধুর পথে তোমার বোন এবং রিডিং পার্টনার যখন তোমার সঙ্গী, তখন এর চাইতে অসাধারণ কিছু আর হতে পারেনা।

M.F. Jakia Sultana Tisha
M.F. Jobaida Sultana Toma
DMC K-72
©Humans Of DMC