হল-ক্যাম্পাস খোলার দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় ru rajshahi university

আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিয়াশীল পাঁচ ছাত্রসংগঠন।বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রনজু হাসান।

সম্মেলনে রনজু বলেন, দেশে বর্তমানে সবকিছুই সচল আছে। মিটিং, মিছিল, বিভিন্ন অনুষ্ঠান এমনকি সম্মেলন পর্যন্ত থেমে নেই। তবে বন্ধ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। মার্চের মধ্যেই আবাসিক হল এবং ক্যাম্পাস খোলা চাই। হল এবং ক্যাম্পাস খোলার দাবিতে শুক্রবার বিকেল ৪টা থেকে আমরা সাংস্কৃতিক প্রতিবাদ জানাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবো।

লাগাতার আন্দোলনে বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অংশগ্রহণ করবেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে পাঁচ সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।