পবিপ্রবি’র ২৩ শিক্ষক জায়গা করে নিয়েছেন এডি ইন্ডেক্সের তালিকায়

পবিপ্রবি

 

আ্যালপার ডগার (এডি) সাইন্টিফিক ইনডেক্স এর র‍্যাংকিং ফর ওয়ার্ল্ড সাইন্টিস্ট এন্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২১ এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষকের গবেষণা স্থান পেয়েছে, বিশ্বের সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন এই ২৩ শিক্ষক। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং টি প্রকাশ করেছে এডি সাইন্টিফিক ইনডেক্স ।

সয়েল সায়েন্স, ইনভারোমেন্ট সায়েন্স, প্লান্ট নিউট্রিশন এবং মলিকুলার বায়োলজির ওপর গবেষণা করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন পবিপ্রবির সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, তার সয়েল সায়েন্সেস এন্ড প্লান্ট নিউট্রিশন এর ওপর করা গবেষণা বাংলাদেশের মধ্যে ২য়, এশিয়া মহাদেশে ৩৭তম এবং সারাবিশ্বে ২৩৭তম স্থান পেয়েছে।

এছাড়াও কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান কিউব-স্যাটেলাইট এ্যান্টেনা ডিজাইন, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, মাইক্রোওয়েভ ইমেজিং; এগ্রিকালচারাল বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. আব্দুল কাইউম মিউজিশিয়ান; ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আবু সিদ্দিক; ফিসারিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড. ফেরদৌস আহমেদ ফিস পপুলেশন ডায়নামিক্স, ফিস স্টোক এ্যাসেসমেন্ট, ফিসারিজ ম্যানেজমেন্ট, ফিসারিজ বায়োলজি, ওপেন ওয়াটার ফিসারিজ ম্যানেজমেন্ট, কনসার্ভেশন অফ অ্যাকুয়াটিক রিসোর্সেস- এর ওপর গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের সেরা পাঁচ গবেষক হিসেবে ভূষিত হয়েছেন।

পাশাপাশি এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান এর ইনসেক্ট ফিজিওলজি এন্ড ম্যানেজমেন্ট; জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. নেছার উদ্দীন আহমেদ এর প্লাট মলিকুলার ব্রিডিং; প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. শাহ্ মোঃ আশরাফুল ইসলাম এর প্লাট প্যাথলজি, মাইক্রো বায়োলজি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং; অ্যানিমেল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর মলিকুলার ইমিউনোলজি, এ্যানিমেল বায়োলজি; মেডিসিন সার্জারি এন্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডাঃ দিব্যেন্দু বিশ্বাস এর এ্যানিমেল রিপ্রোডাকশন, এস.সি.এন.টি, এই.এফ.ভি, ডিজিজ মডেল, এ্যানিমেল স্টাডি; ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডাঃ মিল্টন তালুকদার এর ইনভারোমেন্ট টক্সিকোলজি; ফিসারিজ টেকনলোজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ সাজেদুল হক এর সি-ফুড প্রসেসিং, সেফটি এন্ড কোয়ালিটি, সি-ফুড ক্যামিট্রি, অকুপেশনাল সেফটি অফ ফিসারস্, পোস্ট হারভেস্ট কোয়ালিটি এন্ড ভ্যালু চেইন; এগ্রিকালচারাল বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ মায়নুল হাসান এর ক্রপ প্রোডাকশন, প্লাট সাইকোলজি; এগ্রোনমি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ শামীম মিয়া, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ডাঃ ফারজানা ইসলাম রুমি এর এনথ্রাক্স, ইমারজিং ইনফেক্সাস ডিজিজেস, এন্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্স; ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডাঃ মোঃ আহসানুর রেজা এর ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি; অ্যাকুয়াকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক এর অ্যাকুয়া কালচার, ফিশ নিউট্রিশন, ফিশ ডিজিজ; ইকোনমিকস এন্ড সোসিওলোজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার এর ইকোনমিক্স, ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার, ডেভেলপমেন্ট; ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম তাওহিদুল ইসলাম এর আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, সয়েল ইলেকট্রিক রেজিস্টিভিটি, সেইস্মিক সিগনাল এন্যালাইসিস; মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েশ এর সি.আর.আই.এস.পি.আর/ক্যাস-৯, ভাইরাল প্যাথোজেনেসিস, ভাইরাস-হোস্ট ইন্টেরাসনস, ইন্নেট ইমিউনিটি; মেডিসিন সার্জারি এন্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডাঃ মোঃ সেলিম আহমেদ এর ইমিউনোলজি, ইমিউনোথেরাপি, ভেটেরিনারি মেডিসিন এন্ড জুয়োনসিস; এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ মহসীন হুসাইন খান এর বায়োইকোলজি এন্ড আইপিএম, হোস্ট প্লান্ট রেজিসটেন্স এবং এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এর মলিকুলার এন্ড ম্যাথেমেটিকাল, ইনসেক্ট ট্যাক্সোনমি, ইনসেক্ট বায়োডাইভারসিটি এন্ড কনসার্ভেশন, ইনসেক্ট পেস্ট নিয়ে করা গবেষণার জন্য এই তালিকায় স্থান পান।