নোয়াখালীতে বিএনসিসির গণসচেতনতামূলক র‌্যালীতে নোবিপ্রবি প্লাটুনের অংশগ্রহণ

নোয়াখালীতে বিএনসিসির গণসচেতনতামূলক র‌্যালীতে নোবিপ্রবি প্লাটুনের অংশগ্রহণ

২৯ ডিসেম্বর( মঙ্গলবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রম “গণসচেতনতামূলক র‌্যালী” আয়োজন করে নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন।

বাংলাদেশে ন্যাশনাল ক্যাডেট কোর( বিএনসিসি) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রম “গণসচেতনতামূলক র‌্যালী” পালনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীতে ময়নামতি রেজিমেন্টে কর্তৃক আয়োজিত কার্যক্রমে নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন অংশগ্রহণ করে।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. মোঃ দিদার-উল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মুরাদ, রেজিমেন্ট এডজুটেন্ট মেজর শিব্বির আহমেদ বিপু, ৬ নং ব্যাটেলিয়ন কমান্ডার মেজর (বিএনসিসিও) আল হেলাল মোশাররফএবং নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের পি.ইউ.ও সালাউদ্দিন পাঠান।

এছাড়াও উক্ত গণসচেতনতা মূলক র‌্যালি তে অংশগ্রহণ করে ময়নামতি রেজিমেন্টের আওতাধীন নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষকগণ ও ক্যাডেটবৃন্দ। এ সময়ে বিএনসিসি ক্যাডেটবৃন্দ নোয়াখালীর মাইজদীর বিভিন্ন স্থানে বিনামূল্য মাস্ক, হ্যান্ডস্যানিটেজার বিতরণ করে।