কুয়েটে  এম.এস-সি ইঞ্জিঃ(আইসিটি)ও পি.এইচ..ডি (আইসিটি) এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি তে ২০২১ শিক্ষাবর্ষের জানুয়ারী সেমিস্টারে ভর্তির সুযোগ।

গত ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিত প্রোগ্রামে কুয়েটের ইনষ্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (IICT)তে অনলাইন এর মাধ্যমে ফর্ম পূরণের নির্দেশনা দেয়া হয়েছে।

যোগ্যতা-

১/ পি.এইচ..ডি প্রোগ্রামে ভর্তির জন্য অবশ্যই এম.এস-সি ইঞ্জিঃ/ এম ইঞ্জিঃ অথবা এর সমমানের ডিগ্রি থাকা লাগবে। এই ডিগ্রির ফলাফলের উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে।

২/ এম.এস-সি ইঞ্জিঃ এর ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই EEE/CSE/ECE/ETE/BME তে বি.এস-সি সম্পূর্ণ করতে হবে। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ২.৫০ হতে হবে ।

ভর্তি বিজ্ঞপ্তি

সময় সূচি-

১/ অনলাইনে আবেদন শুরু – ২০/১১/২০২০

২/ আবেদনের শেষ সময়- ০৭/১২/২০২০ (বিকাল -৫.০০ টা)

৩/ টাকা জমা ও ZIP ফাইল দেয়ার শেষ সময়- ০৭/১২/২০২০(বিকাল -৫.০০ টা)

৪/ ভর্তি পরীক্ষা -১৭/১২/২০২০

৫/ ভর্তি পরীক্ষার ফলাফল – ২১/১২/২০২০

আবেদন ফরম এর মূল্য ৫০০ টাকা।

বিস্তারিত জানতে –

Website- http://admission.kuet.ac.bd/pgiictadm

লেখাটির পাঠক সংখ্যা: 734