জাককানই’তে করোনার টিকা নিতে তথ্য দিয়েছে অর্ধেকের কম শিক্ষার্থী

Jkkniu

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছে অর্ধেকেরও কম শিক্ষার্থী। মে’র ৮ তারিখের মধ্যে সকলের তথ্য দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আবেদন প্রক্রিয়া চালুই রাখছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য চাওয়ার প্রেক্ষিতে তথ্য সংগ্রহ শুরু করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর মধ্যে তথ্য দিয়েছে ৩ হাজার ৪ শত ২৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুল কবির বলেন এই পর্যন্ত ৩ হাজার ৪ শত ২৫ জনের তথ্য ইতোমধ্যে পাঠানো হয়েছে। আমাদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে টিকার জন্য আবেদন করতে পারছেন না অনেক শিক্ষার্থী এছাড়াও টিকা নিতে অনাগ্রহ থেকেও তথ্য দিচ্ছেন না অনেক শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৪ মে কোভিডের টিকাদান কর্মসূচিতে নাম দেয়ার জন্য ৮ মের মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর জমা দিতে বলা হয়।