নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নারী ও শিশু ধর্ষণ বন্ধে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রীন ইউনিভার্সিটি এর সাধারণ শিক্ষার্থীরা।

৮ অক্টোবর,২০২০ বৃহস্পতিবার বেলা ১২টার সময় শহরের বিভিন্ন সড়ক এ র ্যালী প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এর সামনে  ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্ষণবিরোধী মানববন্ধনে গ্রীন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গ্রীন বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা এবং বর্বরোচিত নীপিড়ন,নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,গ্রীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রোম্মান,আল-তাকবির মাহিম, সাব্বির হোসেন লিংকন,আরাফাত রানা

এ সময় শিক্ষার্থীরা বলেন,‘স্বাধীনতার প্রায় ৫০ বছরে দ্বারপ্রান্তে এসেও আমাদের মা বোনেরা ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। ধর্ষণ যেন লাগামহীন হয়ে গেছে।

দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারী আকার ধারণ করেছে। । দেশে আইন প্রয়োগ করে ধর্ষক ও হত্যাকারীদের মৃত্যুদণ্ডের আওতায় আনতে হবে।’

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ফাঁসির দাবি জানান মানববন্ধন এ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।