এডি সাইন্টিফিক ইন্ডেক্সের তালিকায় ডুয়েটের ১৯ শিক্ষক

DUET

এডি সায়েন্টিফিক ইনডেক্সের করা বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট ) বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষক। তালিকায় ১৯ গবেষকদের মধ্যে দেশের ২৫তম স্থানে রয়েছেন
ড.মোঃ মাহবুবুল ইসলাম ( এনার্জি ইন্জিনিয়ারিং)।

এর পর পর্যায়ক্রমে ড.মোঃ আসাদুজ্জামান চৌধুরী( মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), ড.মোঃ আবুল কাশেম( কম্পিউটার সায়েন্স), ড.আব্দুল আজিজ(টেক্সটাইল ইন্জিনিয়ারিং),ড. মতিউর রহমান ভুঁইয়া(টেক্সটাইল ইন্জিনিয়ারিং), ড.আবু সাঈদ(টেক্সটাইল ইন্জিনিয়ারিং), মোঃ জাকির হোসাইন(ই ই ই), এম এল রহমান(এডভান্স মেটেরিয়াল), ড. আব্দুস ছালাম( সি ই), ড. ওবায়দুর রহমান( সি এস ই), ড. হাসান আফরোজ ( এম ই), ড.রেজাউল করিম( সি ই), ড.হিমাংশু ভৌমিক (এম ই), ড.মোঃ দেওয়ান ( এম এম ই), ড.মোঃ জয়নাল আবেদীন ( এম ই), কাজী রফিকুল ইসলাম ( সি এস ই), এইচ এম ইমরান ( সি এস ই), ড.মোঃ আনোয়ার হোসেন ( এম ই), উৎপল কুমার দাস ( ই ই ই)

উল্লেখ্য সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে বাংলাদেশি ১ হাজার ৭৮৮ জন গবেষকের নাম প্রকাশ করা হয়। ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশিত হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

DUET List