আগামীকাল থেকে মাস্ক পরা ছাড়া ঢোকা যাবে না ঢাবি ক্যাম্পাসে

Du

মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷

এ ছাড়া সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি৷

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে৷

করোনার কারণে গত মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও এখন খোলা আছে৷