নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, চলমান পরীক্ষাগুলোসহ সব চূড়ান্ত পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিতের প্রতিবাদে তারা অবরোধের ডাক দিয়েছে।

মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে এক বৈঠকে সাত কলেজের চলমান পরীক্ষাসহ সব চূড়ান্ত পরীক্ষা আগামী ১৭ মে পর্যন্ত স্থগিত করা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন। ৩ ঘণ্টা অবরোধের কারণে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে এই সড়কে যান চলাচল শুরু হয়।