স্থগিত হতে যাচ্ছে চবির সব পরীক্ষা

চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় cu Chittagong university

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে চলমান অনার্স-মাস্টার্সের এবং অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর এ বিষয়ে নোটিশ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত দেবে সবাইকে তা মানতে হবে। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকা ছাড়া পরীক্ষা দিতে পারছে না, তাই সব পরীক্ষা স্থগিত করা হবে।

মনিরুল হাসান আরও বলেন, প্রজ্ঞাপনটা হাতে পাওয়ার পর আমরা এই বিষয়ে নোটিশ দেবো। বিশ্ববিদ্যালয় খোলার পর পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে।