গুগলে যোগ দিচ্ছেন বুয়েটের ফাহিম ফেরদৌস

স্বপ্নের প্রতিষ্ঠান গুগলে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম ফেরদৌস নির্ঝর।

সোমবার (২০ জুলাই) ফাহিম গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।

২০১৮ সালের অক্টোবরে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন তিনি।

পড়াশোনা শেষ করে কিছুদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানেও কিছুদিন চাকরির অভিজ্ঞতা ছিল তার।

গণিত অলিম্পিয়াডে হয়েছিলেন দেশ সেরা।

ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।

দুই ভাই-বোনের মধ্যে ফাহিম বড়।

তার বাবা ডা. মো. মতিউর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন।

আর মা গাইনোকোলজিস্ট ডা. ফেরদৌস আরা আক্তার।

 

তথ্য ও ছবি: সময় নিউজ