একজন AIUB’ian এর NASA জয় করার গল্প!

কাজী মহিতুল ইসলাম (তানিম), AIUB এর 05-1 EEE বিভাগের শিক্ষার্থী। যিনি বর্তমানে নাসা জেট প্রপালশন ল্যাবরেটরির পোস্টডক গবেষক।

কাজি মহিতুল ইসলানের জন্ম ও বেড়ে উঠা খুলনায়। তিনি American International University-Bangladesh (AIUB) তে EEE নিয়ে অধ্যয়ন করেন এবং লেকচারার হিসাবে AIUB তে 2008 থেকে 2011 পর্যন্ত কাজ করেন।

এরপর তিনি আবুধাবিতে চলে যান এবং Masdar Institute থেকে Microsystems Engineering নিয়ে মাস্টার্স করেন। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের New Orleans এ চলে যান এবং Tulane University থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন।

বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরের লস এঞ্জেলেস থেকে 20 মিনিটের দুরুত্বে বসবাস করছেন এবং পোস্টডক্টরাল গবেষক হিসেবে Jet Propulsion Laboratory তে কাজ করছেন যেটি কিনা নাসার Robotic exploration for solar system এর মুল কেন্দ্র ।

তার বর্তমান রিসার্সসমুহের মধ্যে রয়েছে, light-matter interaction and nonlinear optics (advanced lasers, frequency combs) ইত্যাদি। Space Applications এর মদ্ধ্যে রয়েছে , pacecraft safety, discovery of exoplanets সহ আরও অনেক কিছু।

JPL এ যোগদানের আগে, কাজী Tulane বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় দুটি স্বতন্ত্র প্রকল্পে কাজ করেছিলেন। প্রথম প্রকল্পটি ছিল একটি DOE ARPA-E অর্থায়িত প্রকল্প যেখানে তিনি একটি hybrid solar energy converter ডিজাইন এবং নির্মাণে সহায়তা করেছিলেন।

দ্বিতীয় প্রজেক্টে, তিনি CVD ব্যবহার করে two-dimensional (2D) materials synthesized করেন এবং এই মেটিরিয়ালগুলো দিয়ে fabricated optoelectronic ডিভাইসসমুহ (photovoltaics, photodetectors ইত্যাদি) ডিজাইন করেন।

প্রোফাইল: https://scienceandtechnology.jpl.nasa.gov/kazi-islam

তথ্য- Akramul Hoque