ইউআইটিএস খুলছে ১০ই অক্টোবর থেকে

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ঢাকার বারিধারাস্থ নিজস্ব ক্যাম্পাস খুলছে আগামী ১০ অক্টোবর, ২০২১ খ্রি.।

সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনামতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী স্বাস্থ্য সুরক্ষার সকল নিয়ম অনুসরণ করে আগামী ১০ অক্টোবর, ২০২১ খ্রি. থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউআইটিএস কর্তৃপক্ষ।

অদ্য ৫ অক্টোবর, ২০২১ খ্রি. অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৯৫ ভাগ ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ২ ডোজ, ১ ডোজ টিকা অথবা টিকার জন্য নিবন্ধন করেছেন।

ইউআইটিএস ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে সরাসরি নিজ ক্যাম্পাসে এসে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।