কী পড়বেন বিসিএস প্রিলির জন্য?

এই পোস্টটা শুধু জেনারেল প্রিলি বেসডে লিখা, মেডিকেল সাইন্স নিয়ে কিছু লিখি নি। তাই এই পোস্ট যারা রেগুলার বিসিএসে প্রিলি দিবেন তাদের ও কাজে লাগবে।

প্রিলি ফার্স্ট হবার পরীক্ষা না, প্রিলি হলো টেকার পরীক্ষা। এটা মাথায় ঢোকাতে হবে আগে। জানপ্রাণ দিয়ে পড়ে ২০০ পাবার জন্যে মাথা ভারী করে কিছুই মনে না রাখার চেয়ে স্মার্টলি পড়ে টিকে যাওয়াটাই বেটার।

প্রিলির যে জায়গাগুলো আপনাকে টেকাবে সেগুলো হলো:-

•বাংলা গ্রামার
•ইংলিশ গ্রামার
•ম্যাথ
•মেন্টাল এবিলিটি
•বিজ্ঞান
•কম্পিউটার

বিশ্বাস করেন, এই ৬ টা টপিকে যে এগিয়ে থাকবে সেই প্রিলিতে টিকবে। বাকি টপিকগুলোয় মহাসাগর লেভেলের পড়াশোনা। উপরের ছয়টা টপিক যেমন পড়া লিমিটেড, পড়াশোনাও সহজ। এই ছয়টা টপিকে নাম্বার ১০০।

এই ছয়টার জন্যে কী কী পড়বেন?সেটা বলছি:-

•বাংলা ব্যাকারন

বাজারের যেকোন গাইড পড়তে পারেন। আমি রিকমেন্ড করবো মোহসিনা নাজিলা এর শিকর। খুবই ভালো বই। বোর্ডের বাংলা ব্যাকরণ বই পড়বেন, যদি সময় থাকে পরে।

•ইংলিশ ব্যাকারন

বেশ কয়টা ভালো বই আছে। English for competitive exam পড়তে পারেন। আমি Apex English grammar পড়েছিলাম। দুইটাই ইকুয়ালি ভালো বই। কিন্তু পড়বেন যেকোন একটা। ভুল আছে দুইটা বইয়েই। কারেকশন করে নিবেন সন্দেহ হলেই।

•গনিত

বাজারের যেকোন গাইড। রিকমেন্ড করবো ওরাকলের গাইড। আল্লাহর ওয়াস্তে শর্টকাট মেথডে ম্যাথ শিখবেন না। এই শর্টকাট পরে গলার কাঁটা হবে। হাতে হাতেই দ্রুত করবেন। প্রিলিতে অত জটিল বিশাল ম্যাথ দেয় ও না।

•মেন্টাল এবিলিটি

ওরাকলের রিটেনের বইটা বেস্ট। শাহীনস মেন্টাল এবিলিটি ও খারাপ না।

•বিজ্ঞান

ওরাকল গাইড। এমপিথ্রি ও খারাপ না।

•কম্পিউটার

ইজি কম্পিউটার। এই বইটা বেশ কঠিন। কিন্তু ঠিকমতো পড়লে আর কিছুই লাগবে না।

এখন তো ১০০ গেলো।বাকি ১০০ কি তাইলে পড়বো না?

অবশ্যই পড়বো। কিন্তু টেকনিক ধরে। যেমন আপনি বাংলা সাহিত্য আধুনিক যুগ পড়তে যান, আজীবন পড়তে পারবেন এতো এতো সাহিত্যিক। এতো কিছু পড়ে কী মনে রাখা পসিবল? না।

বাকি টপিকগুলোয় আসছি।সেগুলো হলো:-

•বাংলা সাহিত্য

নাম্বার ১৫। তার মোটামুটি ৫ নাম্বার আসে প্রাচীন যুগ থেকে। প্রাচীন যুগ মানেই চর্যাপদ। অল্প কয়েকটা পৃষ্ঠা পড়লেই পুরো ৫ নাম্বার কাভার।

তাই খুব ভালোভাবে চর্যাপদ পড়তে হবে। বাকি ১০ এর মধ্যযুগ আর আধুনিক যুগ মিলিয়ে আসে৷ মধ্যযুগ ও তুলনামূলক ছোট।

আপনার ৭-৮ নাম্বার কেবল প্রাচীন যুগ আর মধ্যযুগ পড়লেই হচ্ছে।বাকি থাকলো আধুনিক যুগ। এই ৭-৮ নাম্বারের জন্যে মহাসাগর পড়ার কোনই দরকার নেই।

খুব প্রমিনেন্ট সাহিত্যিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এরকম খুব পরিচিতদের ব্যাপারে ডিটেইল,তুলনামূলক কম পরিচিতদের সেই তুলনায় কম গুরুত্ব দিবেন।

বাকি রিডিং দিবেন। ভিজুয়াল মেমোরির উপর আস্থা রাখুন। কপালে থাকলে মনে পড়বে।

• ইংরেজী সাহিত্য

এই ১৫ নাম্বারের জন্যে জানপ্রাণ উৎসর্গ করে অনেকে। কোনই দরকার নেই। ইংরেজী সাহিত্যে প্রশ্ন রিপিট হবার প্রবণতা অন্যান্য টপিকের চেয়ে খুব বেশি।

তাই আগের বছরের প্রশ্ন পড়ে ফেলবেন সব। এরপর Confidence এর একটা ইংরেজী সাহিত্যের বই আছে।

ওখান থেকে যুগবিভাগটা আর পরিচিত সাহিত্যিক যেমন শেক্সপিয়ার, হেমিংওয়ে এদের ব্যাপারে পড়বেন। লিটারেরি টার্মগুলো পড়বেন। ডোন্ট স্ট্রেস। এখানে কোন কোন বছর অনেক কঠিন প্রশ্ন হয়। ঘাবড়ানো যাবে না

•সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানে নাম্বার ৫০ বাংলাদেশ এবং আন্তজার্তিক মিলিয়ে। এবং সিলেবাস মহাসাগর তুল্য। মজার ব্যাপার, দেখবেন এর অনেকাংশেই আপনি পারবেন। সমস্যা হলো আপনি যখন জানপ্রাণ দিয়ে সাধারণ জ্ঞান পড়তে যাবেন। কোনই দরকার নেই। বাজারের কোন একটা গাইড রিডিং পড়ে যান। ডেইলী নিউজ দেখুন। মাসিক কারেন্ট এফেয়ার্স বা জ্ঞানপত্র সলভ করুন। যতদূর মনে থাকে।

•ভুগোল, পরিবেশ এবং নৈতিকতা

বাজারের গাইড রিডিং পড়ে যান। এর বেশি দরকার নেই।

টপিক ওয়াইজ বই কী লাগবে বলে ফেলেছি। এর সাথে দুইটা এক্সট্রা বই লাগবে। তা হলো:-

এক:-

প্রফেসরস জব সলিউশন। ডেইলী একটা দুইটা করে প্রশ্নপত্র সলভ করবেন। উপকার পাবেন।

দুই:-

ডাইজেস্ট। আমার কাছে এখনো এশিউরেন্সের ডাইজেস্টটাই বেস্ট লাগে। ডাইজেস্ট পড়বেন প্রিলির ডেট দিয়ে দেবার পর। ফর রিভিশন পারপোজ।

পরীক্ষার হলে কী করবেন?

প্রিলিতে চার ধরনের প্রশ্ন পাবেন।যেমন:-

•দেখেই উত্তর জানেন কোনটা। চোখ বুজে আন্সার করবেন

•ফিফটি ফিফটি জানেন। এইখানে রিস্ক নিবেন। কেন নিবেন বলছি। ধরেন আপনি ১০ টা দিলেন এরকম। ৫ টা হলো, ৫ টা ভুল হলো। তারপরেও আপনার ২.৫ মার্ক থাকে। ১০ টা ছেড়ে আসলে কিছুই পেতেন না আপনি।

•প্রশ্ন পরিচিত কিন্তু মাল্টিপল চয়েজ দেখে কনফিউজড। ভুলেও টাচ করবেন না। মুভ অন।

•প্রশ্নটাই অপরিচিত। এইটা টাচ করা হারাম। পরের প্রশ্নে যান।

আমার মতে ম্যাথ দিয়ে পরীক্ষা শুরু না করাই ভালো, যদি না আপনি খুব এক্সপার্ট হন। ম্যাথ রাখবেন শেষের জন্যে। সব ফিলাপ করে এসে এরপর ঠান্ডা মাথায় করবেন।

আর মনে রাখবেন, প্রতি প্রশ্নে আপনার জন্যে সময় ৩৬ সেকেন্ড। আপনি রেখে যাবেন পরে ফিলাপের জন্যে, বিলিভ মি আপনি পারবেন না, সময় ই পাবেন না। একটা প্রশ্ন প্রথমবারেই যা করার করে যাবেন।

বেস্ট অফ লাক। সবার জন্য শুভকামনা। দেখা হবে বিজয়ে।

 

লেখক: ইব্রাহিম মোদাসসের