বুটেক্স এ উচ্চশিক্ষা , এম.এস.সি এবং এম.বি.এ

BUTex logo

আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি তাদের অনেকেরই স্বপ্ন থাকে এ বিষয় নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করার।

দেশ ও দেশের বাইরে সব জায়গাতে খুব ভালো সুযোগ আছে আমাদের। আজকে চেষ্টা করবো টেক্সটাইল ও উচ্চ শিক্ষা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে।

আমাদের দেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর M.Sc ডিগ্রি প্রদান করছে।

Bangladesh University of Textile (BUTEX), Daffodil International University (DIU),Dhaka University of Engineering and and Technology(DUET), Mawlana Bhashani Science and Technology (MBSTU) সহ আরো বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে M.Sc র কোর্সগুলো চালু আছে।

এখন টেক্সটাইল ও উচ্চ শিক্ষা সবগুলো জায়গার আসন সংখ্যা , পরীক্ষার ধরন, আবেদনের সময়কাল , সর্বমোট খরচ এসব তুলে ধরার চেষ্টা করা হবে।প্রথমেই BUTEX নিয়ে লিখছি।

BUTEX:

সর্বশেষ প্রাপ্ত সার্কুলার বিশ্লেষণ করলে দেখা যায়:-

কোর্স টাইম:-  ৬ মাস মাসের ৩ টি সেমিস্টার, মোট দেড় বছর। উল্লেখ্য সবগুলো কোর্স সন্ধ্যাকালীন, ফলে চাকুরীজীবীরা এই সুবিধাটা কিন্তু নিতেই পারেন।

আসন সংখ্যা:- মোট পাঁচটি ডিপার্টমেন্টে ১৫ টি করে সর্বমোট ৭৫ টি সিট আছে।

সিট বিভাজন:-

  • Yarn Engineering -15
  • Fabric Engineering-15
  • Wet Process Engineering-15
  • Apparel Engineering-15
  • Textile Engineering Management-15

Total-75

ভর্তি যোগ্যতা:-

১/আবেদনকারীকে অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি সম্পন্ন করতে হবে এবং সিজিপিএ ৪.০০ স্কেল এ সর্বনিম্ন ৩.০০ পেতে হবে অথবা ডিভিশন নিয়মে প্রথম বিভাগ এর সমতুল্য ধরা হবে।

২/যেসব প্রার্থীর রেজাল্ট ২য় বিভাগ তাদের ক্ষেত্রে ১০ বছরের রিসার্চ বা ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা প্রয়োজন পড়বে।

৩/ SSC অথবা HSC তে প্রথম বিভাগ বা জিপিএ ৫.০০ এ ৩.০০ থাকতে হবে।

আবেদন এর নিয়মাবলীঃ-

১/বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.butex.edu.bd তে আবেদন ফর্ম পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে তা সঠিক নিয়মে পূরণ করতে হবে।

২/২০০০ টাকা BUTEX এর Finance & Accounts এ জমা দিতে হবে এবং টাকার রশিদ সংগ্ৰহ করতে হবে ।

কাজগুলো অবশ্যই অফিশিয়াল টাইম -রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং শুক্র ও শনিবার বিকাল ৪ টা হতে ৭ টার মধ্যে আবেদন ফর্ম ,টাকার রশিদ সহ কিছু ডকুমেন্ট (৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, একাডেমিক সমস্ত ট্রান্সক্রিপট এবং প্রশংসাপত্রের (বিশ্ববিদ্যালয়) সত্যায়িত কপি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর কার্যালয়ে জমা দিতে হবে।

সাধারণত প্রতি বছরের শেষের দিকে (ডিসেম্বর এর শুরু থেকে মাঝামাঝি)আবেদন গ্রহন করা হয়।

৩।বছরের শুরু জানুয়ারীতে ভর্তি পরীক্ষা দেয়ার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা দেয়া হয় এবং প্রবেশ পত্র ডাউনলোড করতে হয় নির্দিষ্ট সময় এর মধ্যে।

ভর্তি পরীক্ষার ধরন-লিখিত

সময়- ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমান-১০০

নাম্বার বিভাজনঃ

টেক্সটাইল মেজর –৪০ মার্কস

টেক্সটাইল নন মেজর বিষয় – ৪০ মার্কস

ইংরেজি –  ২০ মার্কস

মোট – ১০০ মার্কস

জানুয়ারীর মাঝামাঝি থেকে শেষের দিকে ফলাফল প্রকাশিত হয়ে থাকে এবং মেরিট লিস্টের উপর নির্ভর করে প্রার্থী ভর্তি করা হয়।

♦ ভর্তি হতে কমবেশি ৪০০০০ টাকার মত প্রয়োজন পরে। সম্পূর্ণ কোর্স শেষ করতে এক লক্ষ টাকার মত দরকার পরতে পারে ।

MBA in BUTEX:

BUTEX এ M.Sc র পাশাপাশি MBA কোর্স চালু আছে। আমরা যারা টেক্সটাইলের ছাত্র তারা নিশ্চয়ই জানি আমাদের সেক্টর এ MBA কতটা গুরুত্বপূর্ণ।

অনেক কোম্পানি খুঁজলে দেখা যাবে তাদের অনেক নন টেক্সটাইল লোক আছে কাজের জন্য। BUTEX ও কিন্তু এই প্রয়োজনীয়তা বুজতে পেরে সর্বমোট ১০০ টি আসন রেখেছে MBA এর জন্য।

কোর্স টাইম:-

৬ মাস মাসের ৪ টি সেমিস্টার, মোট দুই বছর। উল্লেখ্য  কোর্সটি সন্ধ্যাকালীন, ফলে চাকুরীজীবীরা এই সুবিধাটা কিন্তু নিতেই পারেন।

আসন সংখ্যা:- সর্বমোট ১০০ টি সিট

ভর্তি যোগ্যতা:-

১/প্রার্থীকে অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি সম্পন করতে হবে এবং সিজিপিএ ৪.০০ স্কেল এ সর্বনিম্ন ৩.০০ পেতে হবে অথবা ডিভিশন নিয়মে প্রথম বিভাগ এর সমতুল্য ধরা হবে।

২/যেসব প্রার্থীর রেজাল্ট ২য় বিভাগ তাদের ক্ষেত্রে ১০ বছরের রিসার্চ বা ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা প্রয়োজন পড়বে।

৩/ SSC অথবা HSC তে প্রথম বিভাগ বা জিপিএ ৫.০০ এ ৩.০০ থাকতে হবে।

আবেদন এর নিয়মাবলীঃ-

১/বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.butex.edu.bd তে আবেদন ফর্ম পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে তা সঠিক নিয়মে পূরণ করতে হবে।

২/২০০০ টাকা BUTEX এর Finance & Accounts এ জমা দিতে হবে এবং টাকার রশিদ সংগ্ৰহ করতে হবে ।

কাজগুলো অবশ্যই অফিশিয়াল টাইম -রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং শুক্র ও শনিবার বিকাল ৪ টা হতে ৭ টার মধ্যে আবেদন ফর্ম ,টাকার রশিদ সহ কিছু ডকুমেন্ট (৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, একাডেমিক সমস্ত ট্রান্সক্রিপট এবং প্রশংসাপত্রের (বিশ্ববিদ্যালয়) সত্যায়িত কপি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর কার্যালয়ে জমা দিতে হবে।

সাধারণত প্রতি বছরের শেষের দিকে (ডিসেম্বর এর শুরু থেকে মাঝামাঝি)আবেদন গ্রহন করা হয়।

৩।বছরের শুরু জানুয়ারীতে ভর্তি পরীক্ষা দেয়ার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা দেয়া হয় এবং প্রবেশ পত্র ডাউনলোড করতে হয় নির্দিষ্ট সময় এর মধ্যে।

ভর্তি পরীক্ষার ধরন-লিখিত

সময়- ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমান-১০০

নাম্বার বিভাজনঃ

টেক্সটাইল নলেজ – ৫০ মার্কস

সাধারণ গনিত ও মানসিক দক্ষতা  – ৩০ মার্কস

ইংরেজি – ২০ মার্কস

মোট – ১০০ মার্কস

♦ জানুয়ারীর মাঝামাঝি থেকে শেষের দিকে ফলাফল প্রকাশিত হয়ে থাকে এবং মেরিট লিস্টের উপর নির্ভর করে প্রার্থী ভর্তি করা হয়।

♦ ভর্তি হতে কমবেশি ৬০০০০ টাকার মত প্রয়োজন পরে। সম্পূর্ণ কোর্স শেষ করতে দেড় থেকে দুই লক্ষ টাকার মত দরকার পরবে।

উপররের যে ডাটাগুলো দিলাম তা যেকোনো সময় পরিমার্জিত বা পরিবর্তন হতে পারে। তাই সকল আপডেট এর জন্য www.butex.ac.bd তে চোখ রাখুন।

আজকের মত এখানে শেষ করছি টেক্সটাইল ও উচ্চ শিক্ষা। পরে কোনদিন না হয় অন্য বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে লিখবো।আর হ্যাঁ অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে ডিপ্লোমা তে বিএসসি করে আবেদন করা যাবে কিনা, তাদের জন্য আশার খবর হল আপনি আবেদন করতে পারবেন।

নাজমুল হাসান আনান

বস্ত্র প্রকৌশল বিভাগ

২ক১৭ ব্যাচ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়