চবি সাবেক উপাচার্য এজেএম নুরুদ্দীন চৌধুরী মারা গেছেন

এজেএম নুরুদ্দীন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী মারা গেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি গত ১৫ আগস্ট ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রায় ৪০ দিন তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।রোববার বাদ জোহর চট্টগ্রাম নগরীর দামপাড়ার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
পরে নগরীর কদম মোবারক এলাকায় দাফন করা হবে।
এ জে এম নূরুদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ছিলেন। এছাড়া তিনি মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

You cannot copy content of this page